
নেত্রকোণার দুর্গাপুরে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যের বক্স টাইপ সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের ৭টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।
৯ জুন, রবিবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় এলাকার জনসাধারণের প্রতি তিনি বলেন, আপনারা জানেন আমি কাজের লোক। আমার দ্বারা আপনাদের কল্যাণ হবে। আপনাদের উন্নয়ন হবে, শান্তি আসবে। আপনাদের জন্য যা করা প্রয়োজন আমি তাই করছি। আমার সকল ব্যতিব্যস্ততা আপনাদের নিয়ে।
দুর্গাপুরে একযোগে এই ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত উন্নয়ন কাজগুলো হলো - দুর্গাপুর ইউনিয়নে ভরতপুর বটতলা মেইন রোড হতে ভরতপুর স্কুল যাওয়ার পথে মন্টুর দোকানের নিকট ছড়ার উপর সেতু নির্মাণ,কুল্লাগড়া ইউনিয়নে সাদা মাটির পাহাড় মাইজপাড়া রাস্তা লেডা খালের উপর সেতু নির্মাণ, কাকৈরগড়া ইউনিয়নে গোদারিয়া মাদ্রাসা হতে শান্তিপুর রাস্তায় আকরামের বাড়ির সংলগ্ন বিন্না খালের উপর সেতু নির্মাণ, দুর্গাপুর ইউনিয়নে বারমারী ক্যাম্প হইতে নন্দনগর রাস্তায় রশিদ ডাক্তারের বাড়ি পাশে খালের উপর সেতু নির্মাণ,চন্ডিগড় ইউনিয়নে চারিখাল হাজী শামছুল হক সাহেবের বাড়ির পাশে খালের উপর সেতু নির্মাণ, চন্ডিগড় ইউনিয়নে শিংপুর মুনছোবপুর রাস্তায় কিন্ডার গার্ডেন স্কুলের পাশে খালের উপর সেতু নির্মাণ এবং চন্ডিগড় ইউনিয়নে লিলাখালী হোসেন আলী হাজী সাহেবের বাড়ির নিকট খালের উপর সেতু নির্মাণ।
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হুদা উজ্জ্বল, উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, মাসুম তোহা, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশিদুল ইসলাম জুয়েল,আরিফুর রহমান, মনসুর মিয়া, রায়হান, মাহমুদুল হাসান জাহাঙ্গীর, মহিউদ্দিন আল জিহাদ, রুবেল পাঠান, সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ লিজন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিবার্তা/পলাশ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]