শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১৬:২২
শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির ডাম্প ট্রাকের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।


৯ জুন, রবিবার সকাল পৌনে ৮টার দিকে শ্রীপুর-বরমী সড়কে বরামা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত নুরুল ইসলাম (৫৫) ওই গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে। তিনি সিটপাড়া এলাকায় মেঘনা কার ম্যানুফ্যাকচারিং লিমিটেড কারখানায় চাকরি করতেন।


নিহতের স্বজনরা জানান, আজ সকালে বাইসাইকেলে করে বাড়ি থেকে কর্মস্থল যাচ্ছিলেন নুরুল ইসলাম। পথে বরামা চৌরাস্তা এলে পেছন থেকে শ্রীপুরগামী বেপরোয়া গতির একটি ডাম্প ট্রাক নুরুল ইসলামকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। আশপাশের মানুষজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।


ওই গ্রামের বাসিন্দা ওয়ালি উল্লাহ জানান, দুর্ঘটনার পর তারা ডাম্প ট্রাকটির পথরোধের চেষ্টা করলেও চালক ডাম্প ট্রাক নিয়ে পালিয়ে গেছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাবিনা ইয়াসমিন বলেন, ‘নুরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান গণমাধ্যমকে বলেন, ‘ডাম্প ট্রাকচালককে শনাক্তসহ আটকের চেষ্টা চলছে।’


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com