
মুন্সিগঞ্জে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৯ জুন, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিমের এনায়েত নগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে পুলিশের ধারণা গভীর রাতে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহের পরিচয় গোপন করতে ফেলে দেওয়া হয় পরিত্যক্ত ডোবাতে। নিহতের মাথা-গলাসহ শরীরের বিভিন্ন অংশে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালের ডোবার মধ্যে ভাসমান অবস্থায় স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশা ছিনতাই কিংবা পূর্ব বিরোধের দ্বন্দ্বে পরিকল্পিতভাবে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পরে পরিবারের অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আইনগত প্রক্রিয়া শেষে নিহতের পরিচয় নিশ্চিত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]