
রাজধানীর মধ্যবাড্ডায় একটি তিনতলা ভবনের নীচ তলায় গ্যাস লিকেজ বিস্ফোরণে সোলেমান (৩০) নামের এক যুবক নিহতের পরে একই ঘটনায় শান্তা বেগম (২৭) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আই সি ইউ ) তে মারা যান তিনি। তার শরীরে ৩৫ শতাংশ দগ্ধ ছিল।
২ জুন, রবিবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় শান্তা বেগম (২৭) মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, গত বৃহস্পতিবার বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ সোলায়মান নামে এক যুবক ঘটনাস্থলে মারা যান। একই ঘটনায় আজ দুপুরে শান্তা বেগম নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান তিনি, এ নিয়ে এ ঘটনায় দুইজন মারা গেলেন।
গত বৃহস্পতিবার (৩০ মে) সকাল সারে ৬টার দিকে বাড্ডার ডিআইটি রোডে ভবনের নীচ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) আসাদ জানান, নিহত সোলায়মানের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার পলাশতলি গ্রামে। তার বাবার নাম মনসুর আলী। সে একটি হোটেলের কর্মচারী ছিলেন।
নিহত শান্তা পোশাক শ্রমিক ছিলেন, তার স্বামী মোহাম্মদ নাসির হাওলাদার স্বামী-স্ত্রী ওই বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। শান্তা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন আর নাসির মাছের আড়তে কাজ করেন। রাতে ঘুমিয়ে ছিলেন তারা। ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠেই কাজে চলে যান নাসির। তখনও ঘুমিয়ে ছিলেন শান্তা। পরে তিনি খাবার খেতে বাসায় এসে দেখেন বিস্ফোরণের ঘটনা। সঙ্গে সঙ্গে শান্তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন তার স্বামী।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]