
রাজবাড়ীর পাংশায় দুর্বৃত্তদের গুলিতে মনিরুল ইসলাম শেখ (৩৫) নামে এক গ্রাম পুলিশ আহত হয়েছেন। সে উপজেলার কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের করম শেখের ছেলে।
১ জুন, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত মনিরুলকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মনিরুল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
আহত গ্রাম পুলিশের মামাতো ভাই হাসান বলেন, রাত সাড়ে ১২টার দিকে ৫/৬ জন লোক ভাইয়ের বাড়িতে প্রবেশ করে মারধর করেন। এক পর্যায় তার পায়ে কয়েকটি গুলি করে। তাঁর কাছে কোন চাঁদা দাবির কথা বলেনি। গুলি করার সময় সন্ত্রাসীরা মনিরুলের কাছে কোন কিছু বলেনি। গুলি করে তারা পালিয়ে যায়। তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা তার পা কেটে ফেলার পরামর্শ দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রাম পুলিশ বলেন, পাংশা কলিমোহরে সাধারণ মানুষ নিরাপদ নয়। বর্তমানে গ্রাম পুলিশকে গুলি করা হচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে আছি। আমরা এই চাকুরি ছেড়ে দিতে চাই।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, রাজ্জাক ও রেজাউল নামে দুই ব্যক্তির কাছে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। রেজাউলের স্ত্রী বিষয়টি গ্রাম পুলিশ মনিরুলের কাছে অবহিত করেন। এই বিষয়কে কেন্দ্র করে তাকে গুলি করা হয় বলে ধারণা করা হচ্ছে।
বিবার্তা/মিঠুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]