আশুলিয়ায় ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১৬:০৫
আশুলিয়ায় ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে মালিক পক্ষ ও শ্রমিকদের মাঝে সুসম্পর্ক সৃষ্টির পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানে সুষ্ঠু কাজের পরিবেশ বজায় রাখতে সাভারের আশুলিয়ায় একটি চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন।


১ জুন, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় পিকার্ড বাংলাদেশ লিমিটেডে এ ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।


কঠোর নিরাপত্তায় আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটা থেকে। ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। ভোট গ্রহণ চলাকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন। এতে নির্বাচনে শ্রমিকরা ব্যাপক উৎসাহ নিয়ে ভোট প্রদান করেন পছন্দের প্রার্থীদের।


এ ব্যাপারে কারখানাটির সিনিয়র অ্যাডমিন ম্যানেজার গাজী শফিকুর রহমান জানান, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক রাখার জন্যই এই ব্যতিক্রম ধর্মী নির্বাচন। এ নির্বাচনে শিল্প প্রতিষ্ঠান কর্মরত এক হাজার সাত’শ ৩০ জন শ্রমিক ভোট দিয়ে নির্বাচনে অংশ নেয়। ২৩ জন শ্রমিক থেকে ১০ শ্রমিক প্রতিনিধি নির্বাচিত হবেন। নির্বাচিত ওই ১০ জন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোপ-আলোচনা করবেন যেকোনো বিষয়ে। বিকেলে বিজয়ীদের ফলাফল ঘোষণা করা হবে।


এসময় কারখানাটির ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম, কলকারখানা অধিদপ্তরের প্রতিনিধি সারাহ সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com