সিংড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১৩:৪৪
সিংড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসেবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।


৫৪ হাজার ৫৪৭ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে শনিবার (১ জুন) সকাল ১০টায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা। লাইনে দাঁড়িয়ে অভিভাবকগণ তাদের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।


এসময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আলমাস, ডা. শিবলি নোমান, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ, এমটিইপিআই মমতাজ খাতুন প্রমুখ।


কর্মসূচির আওতায় উপজেলার মোট ২৯০টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৫০০ জন শিশুকে একটি করে নীল রঙ্গের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৪৭জন শিশুকে লাল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অসংখ্য শিশুর মা ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাজু/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com