
ফরিদপুরের বোয়ালমারীতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
৩১ মে, শুক্রবার সকালে দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় এসডিসি বোয়ালমারী শাখা অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের এসডিসি কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালি ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন এসডিসির সিনিয়র অ্যাসিসটেন্ট ডিরেক্টর খন্দকার নজরুল ইসলাম।
তামাকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, শতকরা ৮৫-৯০ ভাগ ফুসফুসের ক্যান্সারের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তামাক দায়ী। তামাকের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য ধূমপান থেকে বিরত থাকতে হবে। এ জন্য নিজে ধূমপান না করাই যথেষ্ট নয়। সাধারণ মানুষকে ধূমপানে নিরুৎসাহিত করতে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। সকলে ঐক্যবদ্ধ হয়ে তামাকের উপর প্রতিরোধ গড়ে তুলতে হবে।
খন্দকার নজরুল ইসলাম আরো বলেন, ১৮ বছরের কম বয়সের ব্যক্তির নিকট বিড়ি, সিগারেট, জর্দা, গুল, সাদাপাতা ইত্যাদি ক্রয়-বিক্রয় নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের স্বাস্থ্য ঝুঁকি ও নেশা থেকে রক্ষা করা আমার আপনার সবার দায়িত্ব। তাই আসুন, তামাক ও তামাকজাত দ্রব্য উৎপাদন, বিপণন ও ব্যবহার নিয়ন্ত্রণের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করি।
এসডিসির কৈশোর এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোছা. শাহিনা আক্তার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসডিসির এরিয়া ম্যানেজার কাজী ইমরুল হাসান, যুব মেন্টর ও কিশোর-কিশোরীবৃন্দ।
বিবার্তা/মিলু/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]