
চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শওকত চৌধুরী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলী আকবরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
শওকত পশ্চিম হাইলধর ফকির মুহাম্মদ চৌধুরী বাড়ির কালু মিয়া চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ইলেকট্রিকের কাজ করার জন্য শওকতকে আলী আকবরের বাড়িতে নেওয়া হয়। সেখানেই বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তীতে তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শওকতকে মৃত ঘোষণা করে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মামুনুর রশীদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট এক যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]