জামালপুরের মাদারগঞ্জ ও মেলান্দহে বিজয়ী হলেন যারা
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১০:১৮
জামালপুরের মাদারগঞ্জ ও মেলান্দহে বিজয়ী হলেন যারা
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার জামালপুরের দুই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য প্রশাসন ছিল তৎপর।


বুধবার (২৯ মে) ভোটগ্রহণ ও গণনা শেষে রাতে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন রিটানিং অফিসার।


নির্বাচনে মেলান্দহ উপজেলায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. দিদারুল পাশা ও মাদারগঞ্জে উপজেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্যাহ চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


মেলান্দহ উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. দিদারুল পাশা (মোটর সাইকেল) ৭৮ হাজার ৬৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. এমদাদুল ইসলাম (আনারস) পেয়েছেন ১২ হাজার ৩১১ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. ইব্রাহিম খলিলুল্যাহ (চশমা) ৪৩ হাজার ৩৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ হাসমত উল্লাহ (তালা) পেয়েছেন ২৮ হাজার ৩৩২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোনাকি (কলস) ২৭ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারজানা ফরিদ (ফুটবল) পেয়েছেন ১৯ হাজার ৬১৮ ভোট।


এদিকে মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে টানা তিন বার নির্বাচিত বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান বেলালকে পরাজিত করে প্রথম বারের মত চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্যাহ। বেসরকারি ফলাফলে রায়হান রহমতুল্যাহ (কাপ-পিরিচ) পেয়েছেন ৪১ হাজার ৩২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ওবায়দুর রহমান বেলাল (দোয়াত-কলম) পেয়েছেন ২৫ হাজার ২২৫ ভোট। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মো: হেলালুর রহমান (টিউবয়েল) ৫৫ হাজার ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল (তালা) পেয়েছেন ২৯ হাজার ১৭৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাইলী বেগম (ফুটবল) ৫০ হাজার ২৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. ডলি আক্তর (কলস) পেয়েছেন ৪১ হাজার ২৮৭ ভোট।


উল্লেখ্য, বুধবার সকাল ৮টা থেকে মেলান্দহ উপজেলার ১১০টি ও মাদারগঞ্জ উপজেলার ৬৩টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।


নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, ৪ টিম র‌্যাব সহ পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন।


বিবার্তা/ওসমান/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com