
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মো. শহীদ ইকবাল ঘোড়া প্রতীকে ৩০ হাজার ৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
২৯ মে, বুধবার রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে মো. শহীদ ইকবালের নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম খান সোহেল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৪৫৪ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী চশমা প্রতীকে ১৫ হাজার ৪২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নজরুল ইসলাম খান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬১৫ ভোট এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে সালমা আক্তার শিল্পী পদ্ম ফুল প্রতীকে ৩২ হাজার ৩১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলেনা আক্তার হেনা প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪৪০ ভোট।
মোহনগঞ্জ উপজেলা নির্বাচনে মোট ৫৫টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এই উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ৯০৫ জন।
বিবার্তা/শহীদুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]