সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১৪:৪৮
সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে মো. আনাস (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


২৮ মে, মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ পুলস্থ ডিএনডি খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।


মো. আনাস সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকার আলহাজ আলমাসের ছেলে। সে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল।


নিহতের পরিবার সূত্রে জানা যায়, মো. আনাস গতকাল দুপুরে পরীক্ষা দেওয়ার জন্যে বাসা থেকে বের হয়ে স্কুলে গিয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা স্থগিত করে। এতে অন্যান্য ছাত্ররা বাসায় ফিরে আসলেও সে আর বাসায় ফিরে আসেনি। তখন থেকেই তার কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার। হঠাৎ আজ সকালে শুনতে পারে, আনাসের মরদেহ ডিএনডি খাল থেকে উদ্ধার করা হয়েছে।


মরদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান বলেন, সকালে আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আপাত দৃষ্টিতে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে।


ওসি আবু বকর সিদ্দিক বলেন, ছেলেটি সাঁতার জানত না। তাই হয়ত খালে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে আমরা মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছি। ময়নাতদন্ত করার বিষয়ে পরিবারের আপত্তির কারণে আমরা তার মরদেহ থানায় রেখেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হতে পারে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com