সিরাজগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১৪:১৬
সিরাজগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিল ও দু’টি প্রাইভেটকারসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


২৮ মে, মঙ্গলবার সকাল ৭টায় সিরাজগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ কবরস্থান সংলগ্ন ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার গাড়াক গ্রামের অহিদুল ইসলামের ছেলে মো. সুমন সরকার জিয়া (৩৭), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার রাখালিয়া চালা গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে মো. শাহীন আলম (৪১) ও বগুড়া জেলার বগুড়া থানার মালগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মো. শহিদুল ইসলাম সোহাগ (৩৯)।


২৮ মে, মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছেন।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীনের নেতৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ কবরস্থান সংলগ্ন ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার সামনে দু’টি প্রাইভেটকার তল্লাশি চালায়। এ সময় দু’টি প্রাইভেটকার থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মাদক সরবরাহের কাজে ব্যবহৃত প্রাইভেটকার দু’টি জব্দ করা হয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতার আসামি মো. সুমন সরকার জিয়ার বিরুদ্ধে ১০টি মাদক মামলা ও মো. শহিদুল ইসলাম সোহাগের বিরুদ্ধে অন্যান্য আইনে ১টি মামলা আদালতে বিচারাধীন। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com