
নড়াইলে ভুল চিকিৎসায় মিতা বেগম (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৭মে) দিবাগত রাতে নিহতকে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়েছে। মৃতা নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার জাকির হোসেনের স্ত্রী।
ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে গৃহবধূ মিতার প্রসব বেদনা উঠলে তাকে শহরের মডার্ন ক্লিনিকে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে নড়াইল আধুনিক সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার দে মিতার সিজার অপারেশন করেন।
রাতেই ওই চিকিৎসক রোগীর পরিবারকে জানান, রোগীর ব্লাড প্রেসার কমে যাচ্ছে। উন্নত চিকিৎসার জন্য খুলনা অথবা যশোরে নিয়ে যেতে হবে। পরে রোগীকে যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে অবস্থার আরও অবনতি হয়। পরে সোমবার (২৭ মে) ভোরে আইসিইউতে তার মৃত্যু হয়।
নিহত মিতার ভাশুর ইমরুল হাসান বলেন, অপারেশনের পর রোগীকে ৩ ব্যাগ রক্ত দেয়া হয়। যখন যশোর নেওয়া হয় তখনও তার শরীর রক্ত শূন্যতা ছিল। যশোর মেডিকেল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন ভুল অপারেশনের জন্য মিতার মৃত্যু হয়েছে বলে তারা রোগীর ভাশুর ইমরুল হাসানকে জানান ।
সিজার অপারেশনের সময় চিকিৎসক রোগীর মূত্র থলি কেটে ফেলেন। পরে সঠিক চিকিৎসা না দিয়ে একটি নলের সঙ্গে রক্তনালী সাদা স্কচটেপ দিয়ে জোড়াতালি দিয়ে বেঁধে দেয়। পরে ঠিক মতো রক্ত চলাচল করতে না পারায় রোগীর রক্ত শূন্যতা দেখা দেয় এবং ব্লাড প্রেসার কমে যায়। এতে রোগীর মৃত্যু হয়েছে।
এ বিষয় অভিযুক্ত নড়াইল আধুনিক সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার দে মঙ্গলবার (২৮ মে) সকালে বলেন, অপারেশন ভুল ছিল না। মূত্রথলি বা অন্য কোনো নালি কাটা পড়েনি। তার ব্লাড প্রেসার কম ছিল। এজন্য তাকে যশোরে রেফার্ড করা হয়েছিল। তার মৃত্যুর কারণ কী এ প্রশ্ন করলে তিনি সদুত্তর দিতে পারেননি।
এ ব্যাপারে নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/শরিফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]