রেমালের তাণ্ডবে ঢাকার কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০১:১৭
রেমালের তাণ্ডবে ঢাকার কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন
প্রিন্ট অ-অ+

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকায় সোমবার (২৭ মে) দিনভর ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি পড়ছে। এতে সরবরাহ বিঘ্নিত হয়ে কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।


আগারগাঁও, মহাখালী, বাড্ডা সাজাহানপুর, বাসাবো, মিরপুর, বনানী, বারিধারা, ধানমন্ডি, কলাবাগান, তেজগাঁও এলাকায় দীর্ঘ সময় ধরে বিদুৎ নেই। ঝড়ে গাছ পড়ে তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতার কারণেও অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রামপুরা-বসুন্ধরা ও হরিপুর-উলন সঞ্চালন লাইন বার কয়েক ট্রিপ করেছে।


সোমবার রাত সাড়ে ১০টায় ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) জানিয়েছে, কোনো কোনো এলাকায় ঝড়ের কারণে গাছ পড়ে কয়েক স্থানে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে মেরামতের কাজ চলছে।


ডেসকো জানিয়েছে, প্রায় অর্ধশতাধিক এলাকায় ঝড়ে গাছ পড়ে তার ছিঁড়ে গেছে। বহু এলাকায় ট্রান্সফরমার নষ্ট হয়েছে। ডেসকোর ৫৮৭ টিফিডারের মধ্যে মেরামতের জন্য বন্ধ আছে প্রায় ২৫টি।


বিবার্তা/এসবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com