নেত্রকোণায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
প্রকাশ : ২৬ মে ২০২৪, ১৩:১৩
নেত্রকোণায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নেত্রকোণা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণার কেন্দুুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল কাইয়ুম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।


২৫ মে, শনিবার সন্ধ্যার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কাইয়ুম একই গ্রামের বাসিন্দা।


স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাজেদুল রহমান সাজু ও পুলিশ জানায়, বিষ্ণুপুর গ্রামের আধিপত্য নিয়ে দীর্ঘ দিন ধরে আব্দুল লতিফ গ্রুপের সাথে মাহাবুর রহমান ঝান্টু গ্রুপের বিরোধ চলে আসছিল। শনিবার বিকালে বাড়ির পাশে পতিত জমিতে ফুটবল খেলতে যায় মাহাবুর রহমান ঝান্টু'র গ্রুপের ছেলেরা। এক পর্যায়ে খেলার বল চলে যায় আব্দুল লতিফ গ্রুপের একজনের জমিতে। এ নিয়ে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের লোকজন। সংঘর্ষে মাহাবুর রহমান ঝান্টু'র গ্রুপের আবুল কাইয়ুমসহ উভয়পক্ষে অন্তত ২৫ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে আব্দুল কাইয়ুমের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮ টার দিকে আবুল কাইয়ুম মারা যান।


এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক পিপিএম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।


বিবার্তা/জনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com