কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
২৫ মে, শনিবার বিকেল সাড়ে ৫টায় এ উপলক্ষ্যে দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম।
তিনি কবির কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি সরদার আতিয়ার রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ও নির্বাহী সদস্য রাজু আহম্মেদ সহ আমন্ত্রিত সুধীজন।
আলোচনা শেষে দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবশেনায় অনুষ্ঠিত নজরুল সংগীত অনুষ্ঠান ও কবিতা পাঠ।
বিবার্তা/শরীফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]