স্কুল মাঠে ঠিকাদারের নির্মাণ কাজের সামগ্রী, শিক্ষার্থীদের খেলাধুলায় ব্যাঘাত
প্রকাশ : ২২ মে ২০২৪, ১৭:২৯
স্কুল মাঠে ঠিকাদারের নির্মাণ কাজের সামগ্রী, শিক্ষার্থীদের খেলাধুলায় ব্যাঘাত
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইন্দুরকানীতে স্কুলের মাঠে ঠিকাদারের নির্মাণ কাজের বিভিন্ন সামগ্রী রাখার কারণে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে।


অফিস সূত্রে জানা যায়, বাজারে ড্রেন ও রাস্তা নির্মাণের জন্য ঠিকাদাররা কাজ করেন। কাজের মেয়াদ শেষ হওয়ার পরেও এখন পর্যন্ত তারা কাজ শেষ করতে পারিনি। সেই রাস্তা এবং ড্রেন নির্মাণ করার ইট, বালি, পাথর, ড্রেনেজের পাইপ ও মাটি কেটে দীর্ঘ এক বছর ধরে ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ আটকিয়ে রাখা হয়েছে। যার কারণে স্কুলের শিক্ষার্থীরা নিয়মিত মাঠে খেলাধুলা ও শারীর চর্চা থেকে বঞ্চিত হচ্ছে।


ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বারবার বলা সত্ত্বেও তারা কোনো কথা আমলে নেয়নি। এ ব্যাপারে বিভিন্ন মহলে অভিযোগ করলেও কোনো সমাধান পাওয়া যায়নি।


এই উপজেলার স্কুল মাঠটি সবচেয়ে বড়। এখানে সরকারি, আধাসরকারি সকল ধরনের কর্মসূচি পালন করা হয়। এই মাঠে উপজেলা পর্যায় সকল খেলাসহ স্কুলের শিক্ষার্থীরা শীতকালীন, গ্রীষ্মকালীন, বঙ্গবন্ধু গোল্ডকাপ, বঙ্গবন্ধু ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ ফুটবল ও ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও স্কুল মাঠটিতে এলাকার ছাত্র ও যুবকরা মিলে প্রতি বছর বড় আকারে ক্রিকেট ও ফুটবল খেলা আয়োজন করে। সেই খেলায় জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াররা খেলতে আসে।


স্কুল ছাত্র নাজমুল জানান, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন। কিন্তু মাঠে মালামাল থাকার কারণে আমরা খেলাধুলা থেকে বঞ্চিত হয়েছি।


স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম জানান, আমরা দীর্ঘদিন খেলাধুলা করতে পারছি না। আমাদের ছোট ছোট ভাইদের নিয়ে একসাথে খেলাধুলা করি। মাঠ আটকিয়ে রাখায় তারা এখন খেলাধুলা থেকে বঞ্চিত হওয়ায় মাদক ও মোবাইলে আসক্ত হয়েছে। তাই এই মাঠটি দ্রুত পরিষ্কারের জন্য জোর দাবি জানাচ্ছি।


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী জানান, এক বছর ধরে ঠিকাদারদের নির্মাণ কাজের বিভিন্ন সামগ্রী রাখায় আমাদের ছেলে মেয়েরা মাঠে খেলাধুলা করতে পারছে না। ঠিকাদার প্রতিনিধিদেরকে বার বার বললেও তারা মাঠ থেকে মালামাল সড়িয়ে নেয়নি। নিরুপায় হয়ে উপজেলা পর্যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


বিবার্তা/শামীম/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com