
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইক চালক আরমান শেখ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।
১৪ মে, মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে মানববন্ধন করেন টুঙ্গিপাড়া অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সদস্যরা।
বিক্ষোভ মিছিলটি উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। মিছিলে ইজিবাইক চালক আরমান শেখ হত্যায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি মিটু শেখ, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুম শেখ, সাংগঠনিক সম্পাদক ইছাক মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, ইজিবাইক চালক আরমান শেখ হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে আমরা আগামীতে আরও কঠোর আন্দোলনে যাবো।
এর আগে নিখোঁজের একদিন পর গত ১২ মে দাড়িয়ারকুল নদীর পাড় থেকে ভাসমান অবস্থায় আরমান শেখের লাশ উদ্ধার করে পুলিশ। আরমান শেখ উপজেলার বর্নি ইউনিয়নের গিমাডাঙ্গা-মুন্সিরচর গ্রামের তপু শেখের ছেলে। মৃত ইজিবাইক চালকের মাথায় জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান জানান, এঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। আশা করি দোষীরা দ্রুত আইনের আওতায় আসবে।
বিবার্তা/শান্ত/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]