
প্রাণঘাতী তাপদাহ থেকে মুক্তি পেতে টাঙ্গাইলে বৃষ্টির আশায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকার মুসল্লিগণ নামাজে অংশ নেন।
২৪ এপ্রিল, বুধবার দুপুরে টাঙ্গাইল আদলত প্রাঙ্গণে এ নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় বৃষ্টি চেয়ে দুই রাকাত নামাজ আদায় করেন এবং নামাজ শেষে খুৎবা পাঠ করা হয়। এরপর বিশেষ মোনাজাত করা হয়।
নামাজে অংশ নেয়া মুসল্লিরা জানান, সারা দেশে প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের প্রাণঘাতী হচ্ছে। প্রখর রোদের কারণে শ্রমজীবী মানুষ বাইরে বের হতে পারছে না। নানা ধরনের ফলসহ ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাই বৃষ্টির জন্য দুই রাকাত ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি।
বিবার্তা/বাবু/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]