
গাজীপুরের কাশিমপুর থেকে অস্ত্র ও গুলিসহ ডাকাত সর্দার জুয়েলকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪), সাভার নবীনগর ক্যাম্প।
বুধবার ( ২৪ এপ্রিল) ভোর রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব জানায়,সাভার,আশুলিয়া ধামরাই,মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ডাকাতি হয় সম্প্রতি।
এসব ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার জুয়েল জড়িত ছিল বলে জানতে পারেন তারা। পরে ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে সেখানে অভিযান চালিয়ে ডাকাত সর্দার জুয়েলকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী জুয়েল মিয়া (৩৪)-এর বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় ১ টি ডাকাতি মামলা, শেরপুর জেলার সদর থানায় ১ টি ডাকাতি ও ২ টি অস্ত্র মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]