
সাভারে কিশোর গ্যাং সদস্যরা তানভীর হোসেন নয়ন নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৩ এপ্রিল, মঙ্গলবার রাতে সাভারের ছায়াবিথী জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই যুবকের পরিবারের সদস্যরা জানায়, রাতে তানভীর হোসেন নয়ন নামের ওই যুবককে পূর্ব শত্রুতার জের ধরে জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় সাভারের কুখ্যাত কিশোর গ্যাং লিডার পিনিক রাব্বী গ্রুপের সদস্যরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি শাহজামান বলেন, কিশোর গ্যাং সদস্যদের আটকের চেষ্টা চলছে।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]