
সাভারের আশুলিয়ায় দুই মাদ্রাসা শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এঘটনায় নিখোঁজ দুই শিশুর পরিবারের সদস্যদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এঘটনায় শিশু দুটির পরিবার আশুলিয়া থানায় নিখোঁজের সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
পুলিশ জানায়, ২৩ এপ্রিল, মঙ্গলবার আশুলিয়ার নিশ্চিন্তপুরের ঘোষবাগ মোহাম্মদিয়া হেফজুল কোরআন মাদ্রাসা থেকে শিশু শিক্ষার্থী মাইনুল ইসলাম নাঈম নিখোঁজ হন। পরে তাকে অনেক খোঁজাখুজির পরে না পেয়ে আশুলিয়া থানায় তার পরিবার একটি নিখোঁজের সাধারণ ডায়রি করেন।
অপরদিকে, আশুলিয়ার কবিরপুরের মুন্সীবাড়ি গোলাম নবী হাফিজিয়া মাদ্রাসা থেকে শিশু শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক নিখোঁজ হয়েছেন। পরে তার পরিবার আশুলিয়া থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি করেছেন।
শিশু দুটিকে না পেয়ে তাদের পরিবারে চরম আতঙ্ক বিরাজ করছে।
এবিষয়ে আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ বলেন,শিশু দুটিকে উদ্ধারে কাজ করছে পুলিশ।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]