
রাজদানীতে জুয়া খেলার অপরাধে ২৭ জনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ। ২৪ এপ্রিল, বুধবার কাফরুল থানার এস আই মাহমুদুল হাসান এ তথ্য জানান।
তিনি জানান, ২৩ এপ্রিল, মঙ্গলবার দিবাগত রাতে মিরপুর ১৩ নং কালভার্ট সংলগ্ন ময়লা ডাস্টবিনের পাশে সোহেলের রিকশার গ্যারেজ থেকে ১৪ জন এবং মিরপুর ১৩ আয়নাবিবি মসজিদের পাশে সাংবাদিকের গ্যারেজ থেকে ১৩ জনসহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়।
কাফরুল থানার অফিসার ইনচার্জ ফারুকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ১৩ নং কালভার্ট সংলগ্ন ময়লা ডাস্টবিনের পাশে সোহেলের রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে সেখান থেকে ১৪ জন এবং মিরপুর ১৩ আয়নাবিবি মসজিদের পাশে সাংবাদিকের গ্যারেজ হতে ১৩ জনসহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আমরা তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]