
সাভারে ধসে পড়া রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর উপলক্ষ্যে রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে রানা প্লাজার নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা।
বুধবার (২৪ এপ্রিল সকালে প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় তাদের সাথে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে যোগ দেন বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে তারা রানা প্লাজার সামনে অস্থায়ী শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তারা বলেন, রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছরেও দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হয়নি। আমাদের দাবি ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষণা করতে হবে। পাশাপাশি হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন, স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং রানাসহ সব দায়ী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও নিরাপদ কর্মস্থল প্রদানের দাবি জানান সরকারের কাছে।
এর আগে গতকাল সন্ধ্যায় রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর উপলক্ষ্যে রানা প্লাজার সামনে হতাহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন শ্রমিকসহ সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিবার্তা/শরিফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]