ইন্দুরকানীতে পুষ্টি বাগান ও বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ১৯:২৫
ইন্দুরকানীতে পুষ্টি বাগান ও বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ইন্দুরকানীর চর সাউদখালী আবাসনে নারীদের নিয়ে পারিবারিক পুষ্টি বাগান ও বস্তায় আদা চাষ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


২৩ এপ্রিল, মঙ্গলবার সকালে চরসাঈদখালী সাইক্লোন সেল্টার স্কুল মিলনায়তনে রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আজাদ হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কামরুন নেছা সুমী।


অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এইচডিটি পরিচালক মেহেদী হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা ও প্রশিক্ষক আতিকুর রহমান ও কেয়া সিকদার, এইচডিটি প্রতিনিধি মশিউর রহমান, আরিফুর রহমান ও কর্মসূচি সমন্বয়কারী আলতাফ হোসেন প্রমুখ।


প্রশিক্ষণ শেষে ২১ জন নারী কৃষকদের হাতে-কলমে বস্তায় আদা চাষের প্রক্রিয়া শেখান হয় এবং পরিকল্পনা অনুযায়ী ২১০ বস্তা আদা চাষের জন্য জৈবসার, বস্তা, আদা এবং বিভিন্ন প্রকার সবজি বীজ বিতরণ করা হয়। হেবিট্যাট ডেভলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি) এর সহায়তায় রূপসি বাংলা উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।


বিবার্তা/শামীম/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com