
সাভারে নারী উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হলো টেকসই উন্নয়ন লক্ষ্যে সেমিনার ও মেলা।
২২ এপ্রিল, সোমবার দুপুরে সাভারের আনন্দপুর এলাকায় চার্চ অব বাংলাদেশে এ সেমিনার ও মেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই ডি ই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সামির কারকি।
এসময় সেমিনারে কর্মচ্যুত নারী শ্রমিকদের বাজারভিত্তিক নিয়মের মধ্যে বিকাশ সাধনে অপরাজিতা প্রকল্পের মাধ্যমে বাজার সংযোগ স্থাপনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের সংগঠন ওমেন এন্ট্রাপ্রেনিউর নেটওয়ার্ক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ওয়েন্ড) ও আই ডি ই এ সেমিনার ও মেলার আয়োজন করেন।
এতে কয়েকশ নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
এসময় নারী উদ্যোক্তারা তাদের নিজেদের তৈরি বিভিন্ন ধরনের পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রয় করেন। এতে তৃতীয় লিঙ্গের অনেক নারীরাও অংশগ্রহণ করেন।
এসময় সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েন্ড এর সভাপতি ড.নাদিয়া বিনতে আমিন এমপি, বিশিষ্ট নারী উদ্যোক্তা ওলিজা মনোয়ারসহ সরকারি ও বেসরকারি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]