
নরসিংদীতে মালবাহী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ফায়জুন্নেছা (৭৫) নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে।
২১ এপ্রিল, রবিবার দুপুর ২ ঘটিকায় ঢাকাগামী আপলাইনে নরসিংদী রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে আরশিনগর সংলগ্ন সিগন্যাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ছেলে আলতাফ জানান, আমাদের বাড়ি রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে। আমার মা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। একমাস আগে নরসিংদীর সঙ্গীতায় নিজের মেয়ের বাড়িতে চিকিৎসার জন্য তাকে আনা হয়। এক সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন মা। হঠাৎ আজকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি আমার মা ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছেন। আমি সরজমিনে ঘটনাস্থলে এসে মার লাশ শনাক্ত করি।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো: শহিদুল্লাহ হিরু জানান, আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এসে মহিলার লাশ দেখতে পাই। ভৈরব থেকে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসতেছেন। তারা আসলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
বিবার্তা/কামাল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]