
সাভারে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২০ এপ্রিল, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বিপিএটিসির সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সাভার উপজেলা প্রশাসন, বিআরটিএ ও সাভার হাইওয়ে থানার যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করার নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার।
এসময় ফিসটেন না থাকায় আটটি গাড়ি ড্যাম্পিং এ দেওয়ার পাশাপাশি ও লাইসেন্স না থাকায় একটি গাড়িকে নগদ অর্থ জরিমানা করা হয়। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]