
সাভারে বিনা অপরাধে হানিফ নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে সাভার হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল রোজদারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
২০ এপ্রিল, শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে সাভারের জোরপুল এলাকায় সাভার হাইওয়ে থানা পুলিশের একটি দল একটি গাড়ি থামিয়ে কাগজপত্র চেক করতে শুরু করেন। এসময় ওই বাসের হেলপার তাৎক্ষণিকভাবে কাগজপত্র দেখাতে না পারলে হাইওয়ে পুলিশের কনস্টেবল রোজদার তাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে আহত করে।
পরে হানিফ নামে এক প্রত্যক্ষদর্শী সেখানে গিয়ে মারধরের কারণ জানতে চাইলে ওই কনস্টেবল তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। এসময় ওই পুলিশ কনস্টেবল হানিফ নামের ওই যুবককে অন্ডকোষেও আঘাত করে। পরে স্থানীয়রা খবর পেয়ে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় রাতেই ওই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) আইয়ুব আলী বলেন, ওই কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]