
রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের আইসিইউ বিভাগে এসি বিস্ফোরণ হয়েছিল। পরে সেই আগুন হাসপাতালটির পুরো ইউনিটে ছড়িয়ে পড়ে।
১৯ এপ্রিল, শুক্রবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ফখরুদ্দিন এমন তথ্য জানান।
তিনি বলেন, আমরা ধারণা করছি আইসিইউর ভেতরে এসি ছিল। সেটা থেকে হয় তো আগুন লেগেছে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, আগুনের সঙ্গে সঙ্গে বেশ কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু ভালো আছে। পাশাপাশি আইসিইউ রুমে যে অক্সিজেন সংযোগ ছিল সেটি আগুনের কারণে পুড়ে যায়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের চেষ্টায় অক্সিজেন লাইনটি বন্ধ করা হয়েছে।
এর আগে হাসপাতালটির কার্ডিয়াক বিভাগে দুপুর দেড়টার পরে মিনিটে আগুন লাগলে সেখান থেকে ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়।
তারা বলছেন, দুপুর ১টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পান তারা। পরে প্রথমে তিনটি ইউনিট ছুটে যায়। পথে ছিল আরও দুটি। সবশেষে পাঁচ ইউনিট যোগ দেয়। এরপর পাঁচ ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় ২টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]