
সাভারের নবীনগরের আমতলার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ দুজন দগ্ধ হয়েছেন।
১৮ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে। দগ্ধ দুজন হলেন, সাজেদা বেগম (২৮) ও মো. সুমন মিয়া (২২)।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় ও বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
জানা গেছে, সাজেদা বেগম সিরাজগঞ্জ সদরের রাজাপুর গ্রামের মহির উদ্দিনের মেয়ে। অপরদিকে সুমন মিয়া পাবনার আমিনপুর থানার নাটিয়াবাড়ী গ্রামের মতিন মোল্লার ছেলে। সাভার আমতলার বাড়িতে ভাড়া থাকতেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।
তিনি জানান, আজ সন্ধ্যার দিকে সাভার থেকে দগ্ধ অবস্থায় নারীসহ দুজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। ড্রেসিং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের দগ্ধের পরিমাণ জানা সম্ভব হচ্ছে না। তবে দুজনেরই অবস্থাই আশঙ্কাজনক। বর্তমানে তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]