
রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা শহিদ ফারুক সড়কে দুই বাসের চাপায় মো. মিঠুন (৪২) নামের এক ট্র্যাফিক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।
১৮ এপ্রিল, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে বিকেল ৩টার দিকে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতকে ঢামেকে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার পুলিশে সহকারী উপ পরিদর্শ (এএসআই) শহিদুল ইসলাম জানান, আজ দুপুরের দিকে যাত্রাবাড়ী শহিদ ফারুক সড়কে ডিউটিরত অবস্থায় তুরাগ পরিবহনের দুই বাসের চাপা খেয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুলিটি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার আলাউদ্দিন জানান, যাত্রাবাড়ী থেকে দুই বাসের চাপায় আহত পুলিশ কনস্টেবল আঘাতপ্রাপ্ত হয়েছে, যেহেতু দুই গাড়ির চাপা খেয়েছে, আমরা তার কয়েকটি পরীক্ষা দেয়েছি। পরীক্ষার রিপোর্ট আসার পর বোঝা যাবে তার আঘাতের লক্ষণ। তবে তার অবস্থা আশঙ্কাজনক।
বিবার্তা/বুলবুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]