
'প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই স্লোগানে, রাজবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল, বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ, জেলা প্রাণিসম্পদ এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ (কহিনুর) প্রমুখ।
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রাণীদের ৫০টি স্টল স্থান পায়। এ সময় আটজন খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ করা হয়। তিনজন সর্বাধিক প্রাণিসম্পদ তথ্য সুমারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিবার্তা/মিঠুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]