
ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের তেঁতুলতলায় বাস ও পিকআপের সংঘর্ষের ঘটনায় আহত আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ জনে।
আহত অবস্থায় মারা যাওয়া ওই নারীর নাম পপি আক্তার (২১)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কুমাইল গ্রামের বাসিন্দা ইকবাল শেখের (২৫) স্ত্রী।
জানা যায়, পিকআপে ইকবালের সঙ্গে পপি এবং তাদের দেড় বছর বয়সী ছেলে ইরফানও ছিল। দুর্ঘটনায় এরা তিনজনই আহত হন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা নেওয়ার পথে মারা যান ইকবাল। আর পপি আক্তার বুধবার সকাল ৬টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শিশু ইরফান বর্তমানে ফরিদপুরে চিকিৎসাধীন আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী বলেন, আজ সকালেই মৃতের স্বজনরা মরদেহ নিয়ে গেছেন। এ নিয়ে ঘটনাস্থল ও হাসপাতাল মিলিয়ে মোট ১৫ জনের প্রাণহানি হলো।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]