
রাজবাড়ীর পাঁচুরিয়া স্টেশনের অদূরে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আজাদ মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
১৭ এপ্রিল, বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে থানার (ওসি) সোমনাথ বসু।
নিহত আজাদ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত আবেদ মোল্লাার ছেলে।
রাজবাড়ী রেলওয়ে থানার (ওসি) সোমনাথ বসু বলেন, ফরিদপুরের ভাঙ্গা থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস পাঁচুরিয়া রেল স্টেশন এলাকায় পৌঁছালে ওই বৃদ্ধ রেলের উপর মাথা দিয়ে শুয়ে পড়ে। এতে বৃদ্ধের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে তার লাশটি উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিবার্তা/মিঠুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]