রাঙ্গামাটিতে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ১৯:১৯
রাঙ্গামাটিতে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাঙ্গামাটিতে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত হয়েছে।


১৬ এপ্রিল, মঙ্গলবার চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।


এসময় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন অর্থ প্রতিমন্ত্রী বেগম ওয়াসিকা আয়শা খান এমপি।


অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।


রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর সভাপতি অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন-উর-রশীদ, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ।


অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, পার্বত্য অঞ্চলে এই সব উৎসবের মাধ্যমে সকল সম্প্রদায়ের বন্ধন অটুট থাকে। আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে চাই। তাই শান্তি ও উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।


রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় ও মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর আয়োজনে অনুষ্ঠিত সাংগ্রাই জল উৎসবে মারমা তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও বিভিন্ন স্থান থেকে আসা লোকজন সাংগ্রাই জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। মারমা তরুণ-তরুণীরা এসময় বেশ কয়েকটি দলে ভাগ হয়ে একে অপরকে জল ছিটিয়ে সাংগ্রাই জল উৎসবে মেতে ওঠেন।


বিবার্তা/শফিকুর/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com