
গোপালগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন।
নিহত রায়হান মোল্লা (১৮) শহরের বেদগ্রাম এলাকার বিল্লাল মোল্লার ছেলে এবং সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী।
১৫ এপ্রিল, সোমবার ঢাকা-খুলনা মহাসড়কে শহরের রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ রেলস্টেশন থেকে মোটরসাইকেল চালিয়ে শহরের দিকে আসছিলেন রায়হান। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রায়হান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]