
তিন দিনের অপেক্ষার পর রাজবাড়ীর পদ্মা যমুনার মোহনায় জেলে মাজেদ শেখের জালে ধরা পড়ে সাড়ে ২৫ কেজি ওজনের কাতল মাছ।
১৫ এপ্রিল, সোমবার সকাল ৮টার দিকে পদ্মা যমুনার মোহনার আলোকদিয়া চর এলাকায় মাছটি ধরা পড়ে।
পরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মাছটি নেওয়া হলে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লা প্রকাশ্য ডাকে ১ হাজার ৪০০টাকা কেজি দরে ক্রয় করেন।
জেলে মাজেদ শেখ বলেন, ৩দিন নদীতে অপেক্ষায় থাকার পর সকালে মাছটি ধরা পড়েছে। মাছটি নিলামে বিক্রি করেছি।
মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লা বলেন, আমরা পদ্মার বড় বড় মাছ কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকি। এই মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে নিয়েছি। বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। সামান্য লাভে বিক্রি করে দিবো।
বিবার্তা/মিঠুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]