রাজবাড়ীতে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ষবরণ
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ১৭:১১
রাজবাড়ীতে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ষবরণ
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেচে-গেয়ে বাংলা বর্ষকে বরণ করেছে রাজবাড়ীবাসী। বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বাদ্যের তালে তালে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য লোকজ উপকরণ পালকি, গরুর গাড়ি, পতুল, রঙিন প্লেকার্ড নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।


১৪ এপ্রিল, রবিবার সকাল ৮টায় রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকান থেকে বের করা হয়। মঙ্গল শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।


পরে জেলা প্রশাসকের আম্রকানে বাংলার ঐতিহ্য গ্রামগঞ্জের কল্পকাহিনী সম্পর্কে অতিথিগন উদিয়মান তরুণদেরকে অবহিত করা হয়।এ সময় বাংলাদেশের সংস্কৃতির নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়।


রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে অনুস্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী-১ আসনের জতীয় সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী এমপি।


অতিথি ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম, রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানী সাহা, সবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার প্রমুখ।


বিবার্তা/মিঠুন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com