
‘এসো হে বৈশাখ এসো এসো’ এই স্লোগানে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে।
১৪ এপ্রিল, রবিবার সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশত্ববোধক সংগীত, নৃত্য ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর , টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/ইমরুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]