
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাকিবুল হাসান রাহির নামে জামায়াত শিবির ও মৌলবাদীদের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীর চৌমুহনীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
১৪ এপ্রিল, রবিবার চৌমুহনীর চৌরাস্তা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় রাহির নামে অপপ্রচারকারী জামায়াত শিবির ও মৌলবাদী গোষ্ঠীর বিচার দাবি করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের মাধ্যে রবিন, শাওন, হাসান, সহৃদ, মিনহাজসহ অনেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ১৫ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উগ্রপন্থি এবং দেশ বিরোধী মতবাদ প্রচার করতে গিয়ে স্থানীয়দের দ্বারা প্রতিহত হয় শিবিরের কর্মীরা। পরবর্তীতে শিবিরের ভেরিফাইয়েড পেজ থেকে এ ঘটনার প্রতিবাদ জানানো হয় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং রাকিবুল হাসান রাহির বিরুদ্ধে দোষারোপ করে আসছে নিষিদ্ধ সংগঠন শিবির। তারই ধারাবাহিকতায় বিভিন্ন পোস্টারের মাধ্যমে রাহির নিজ উপজেলা বেগমগঞ্জে অপপ্রচার করে আসছে।
বিবার্তা/সবুজ/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]