
খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ের খাদে গাছের সঙ্গে ঝুলছিল অজ্ঞাত এক বৃদ্ধের লাশ। খবর পেয়ে রামগড় থানার পুলিশ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
১৩ এপ্রিল, শনিবার বিকেল ৪টার পর রামগড়ের ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের নাকাপাস্থ চাষি নগরে এ ঘটনা ঘটে।
দুর্গম এই পাহাড়ের খাদের পাশে এ লাশ নিয়ে জনমনে নানান প্রশ্ন উঠেছে। এলাকাবাসীরা বলছেন বিষয়টি রহস্যজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার এস আই মো. মহসিন জানান, স্থানীয়রা নাকাপা পুলিশ ক্যাম্পের মাধ্যমে রামগড় থানাকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলমান আছে। মৃত ব্যক্তির নাম -পরিচয় শনাক্ত করতে না পারায় রামগড় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]