
ফেনীর সোনাগাজীতে ঈদের জামাতে নামাজরত অবস্থায় অসুস্থ হয়ে হাজী আবদুর রহিম (৭৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
১১ এপ্রিল, বৃহস্পতিবার সকালে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বায়তুল আমান জামে মসজিদে ঈদের জামাতের সময় তার মৃত্যু হয়। তার মৃত্যুর ১২ ঘণ্টার ব্যবধানে দীর্ঘদিন ধরে অসুস্থ বোন হাজেরা বেগমও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হাজী আবদুর রহিম ও হাজেরা বেগম চরচান্দিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বধু ব্যাপারী বাড়ি সংলগ্ন হাজী মোজাফফর ইসলামের ছেলে।
হাজী আবদুর রহিমের ভাই ওবায়দুল হক বলেন, তিনি (আবদুর রহিম) বেশ কিছুদিন ধরে হৃদরোগে আক্রান্ত। ঈদের জামাতে আমার সামনের কাতারে নামাজ পড়ছিলেন। নামাজের দ্বিতীয় রাকাতে হঠাৎ দাঁড়ানো থেকে পড়ে যাওয়ার পর তাৎক্ষণিক তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান।
বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে আবদুর রহিমের দাফন সম্পন্ন হয়। শুক্রবার (১২ এপ্রিল) বোন হাজেরা বেগমকেও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]