সাভারে এক মিনিটের ঈদ বাজার
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ১২:৪০
সাভারে এক মিনিটের ঈদ বাজার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রতি বছরের ন্যায় সাভারে এবারও সমাজের অসহায় ও দুস্থদের জন্য দিনব্যাপী আয়োজন করা হলো ব্যতিক্রমধর্মী এক মিনিটের ঈদ বাজার।


৮ এপ্রিল, সোমবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে এক মিনিটের ঈদ বাজার আয়োজন করা হয়।


ব্যক্তিক্রমধর্মী এক মিনিটের ঈদ বাজার উদ্বোধন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।


এই ঈদ বাজারে প্রতিটি স্থানে ছিল অস্থায়ী বিভিন্ন স্টল। স্টল থেকে নতুন জামা কাপড়, শার্ট, শাড়ি, লুঙ্গি, জুতাসহ ছিল খাদ্য সামগ্রী পোলাওয়ের চাল, তেল, দুধ, সেমাই, চিনি, আলু, পেয়াজ, দেশী মুরগিসহ নানা রকমের সামগ্রী।


এ সময় ফখরুল আলম সমর বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করতে, ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন পক্ষ থেকে দুস্থ অসহায় মাঝে খাবার দেবার পাশাপাশি মুখে হাসি ফোটানোর জন্য বিনামূল্যে এই আয়োজন।


বিনামূলে ঈদের জামা কাপড় ও খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা সমাজের নানা বয়সী অসহায় মানুষরা। আজ কয়েক’শ পরিবারের মাঝে নতুন জামা কাপড়সহ ঈদ সামগ্রী দেওয়া হয়।


এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে প্রতিদিন রোজাদারকে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়।


বিবার্তা/শরীফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com