
জীবনের ঝুঁকি নিয়ে কোনো ট্রেনে বা খোলা ট্রাকে উঠলে তাদের মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।
৭ এপ্রিল, রবিবার দুপুরে ঈদে যানজট নিরসনে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৬৫ কিলোমিটার মহাসড়কে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। মহাসড়কে ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন ট্রাক চলাচল বন্ধ থাকবে। সে ব্যবস্থাগুলো গ্রহণ করেছি। কোন অটোরিকশা মহাসড়কে ঢুকতে দিব না।
তিনি আরও বলেন, যদি আমরা দেখি রাস্তায় কোন যানজট নেই। মানুষ নির্বিঘ্নে চলা সত্বেও জীবনের ঝুঁকি নিয়ে মানুষ কোনো ট্রেনে বা খোলা ট্রাকে উঠে আমরা তাদের মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসবো।
এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/ইমরুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]