
ঈদের আগের দুই দিন গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদা বিশেষ ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো জিল্লুল হাকিম।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদযাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতে তারা বাড়ি যেতে পারে এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি।
৭ এপ্রিল, রবিবার দুপুর ২টায় রাজবাড়ীর পাংশায় জেলা পরিষদের ডাকবাংলোতে গার্ড অব অনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
জিল্লুল হাকিম বলেন, গার্মেন্টস শ্রমিকদের দাঁড়িয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য আলাদা বগি ও সকল ধরনের সুবিধার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার উপস্থিত ছিলেন।
বিবার্তা/মিঠুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]