
ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ৭ এপ্রিল, রবিবার উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের কসমচ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম (৪৫) ঢাকা জেলার আশুলিয়া থানার গাজীরচর আয়নাল মার্কেট এলাকার মৃত রাজা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সকালের দিকে আশুলিয়াগামী মোটর সাইকেল আরোহী ঢাকা-আরিচা মহসড়কের ধামরাইয়ের কসমচ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সিটকে পরে ঘটনার স্থানে তিনি মারা যান। তবে তার সঙ্গে থাকা আরোহী সুস্থ রয়েছেন।
সাভার হাইওয়ে থানা পুলিশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের আত্মীয় স্বজনদের জানানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জানান।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]