
আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের পাঁচ চোরকে গ্রেফতার করেছে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ। এসময় চারটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
৭ এপ্রিল, রবিবার দুপুরে কোতোয়ালি থানা চত্বরে গ্রেফতার আসামি ও চোরাই মোটরসাইকেল প্রদর্শন করে পুলিশ।
গ্রেফতার আসামিরা হলেন- মো. ওমর ফারুক (২৮), মো. আমির (৩৪), রীতিময় চাকমা (৩৯), মো. জুয়েল উদ্দিন ও মো. এরশাদ (৪০)। দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরচক্রের সদস্যদের গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম জানান, আমরা বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ইতোমধ্যে অনেকগুলো মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছি। অভিযানে চোরচক্রের সদস্যদেরও গ্রেফতার করেছি। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলছে। তবে এবার রাঙামাটি থেকে চারটি মোটরসাইকেলসহ পাঁচ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। চোরাই মোটরসাইকেলসহ চোরদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]