
পিরোজপুরের ইন্দুরকানীতে ৩০ মিনিটের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, ৭ এপ্রিল, রবিবার সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নে গাছ পড়ে বেশ কয়েকটি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে যায়। এছাড়াও কলা ক্ষেত ও মৌসুমি ফসলের ক্ষেত লন্ডভন্ড হয়ে যায়।
এ সময়ে বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে। ঝড়ের তাণ্ডবে অনেক বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরেছে এলাকাবাসী।
পাড়েরহাট ইউপি সদস্য খায়রুল বাসার বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমার নিজেরই দুই বিঘা জমিতে প্রায় দুই হাজার কলাগাছ বিধ্বস্ত হয়েছে এবং আমার ওয়ার্ডে মিজান, হাফিজের বসতবাড়ি গাছ পড়ে বিধ্বস্ত হয়েছে। এ ছাড়াও বিভিন্ন ওয়ার্ডে ঘর-বাড়িসহ প্রায় দশ বিঘা জমির কলাগাছ ও ফসলের ক্ষতি হয়েছে বলে খোঁজ পেয়েছি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, পাড়েরহাট ইউনিয়নের বেশ কিছু ঘর-বাড়ি গাছ পড়ে বিধ্বস্ত হয়ে গেছে, কলা ক্ষেত ও ফসলি জমির ক্ষতি হয়েছে। এছাড়া উপজেলার অন্যান্য ইউনিয়নে উল্লেখযোগ্য কোন ক্ষয়ক্ষতির খবর পাইনি। জেলা প্রশাসনকে ইতোমধ্যে ক্ষয়ক্ষতির রির্পোট প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের সহায়তায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
বিবার্তা/শামীম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]